আমরাও পারি!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
আয়েশা আক্তার সুমাইয়া। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা দিয়েছে। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ারে করে পরিবারের লোকজনের সহযোগিতায় বিদ্যালয়ে আসা যাওয়া করে। হার না মানা শারীরিক প্রতিবন্ধী আয়েশা আক্তার সুমাইয়াও দেশবাসীর মত ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের আনন্দে উদ্বেলিত। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন হিসেবে সে নিজ হাতে স্মৃতিসৌধ বানিয়েছে। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস (১৪ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় তার বানানো স্মৃতিসৌধ নিয়ে হুইল চেয়ারে করে বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠিদের প্রদর্শন করে। এসময় প্রতিবন্ধী আয়েশা আক্তার সুমাইয়া বলেন, আর মাত্র একদিন পরে সারা দেশে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হবে। মহান বিজয়ের আনন্দকে ভাগ করে নিতে ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালাবাসার নিদর্শন হিসেবে আমি স্মৃতি সৌধটি বানিয়েছি। জন্ম থেকে আমি প্রতিবন্ধী তাতে কি? নিজের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে লেখা পড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাতে চাই আমরাও পারি।
আপনার মন্তব্য লিখুন