আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটে দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউটে দোয়া মাহফিল
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট” (স্কুল ইএমআইএস কোড ৪৮১০১২ এবং টেকনিক্যাল ইনস্টিটিউট কোড ৬৬১০৮) এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) বাদ এশা উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া বন্দেরবাড়ি এলাকায় প্রতিষ্ঠানঠির মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলীনগর মাদ্রাসার সদরে মুহতামিম প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবু সায়ীদ সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাত করেন জামেয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস আল্লামা মুফতি সামসুল হক সাহেব।
ধর্মীয় ভাবধারায় প্রতিষ্ঠানটি যেন পরিচালিত হয়ে দুনিয়া ও আখেরাতের সমৃদ্ধি অর্জন করা যায় সেই জন্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল করিম মাস্টারসহ প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সাথে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, স্থানীয় মাদ্রাসার মুহতামিম ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন