২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আপনারার কাছে অনুরোধ আপনারা আমরার কারেন্টগুলো দিয়া দেন”

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

“আসসালামু আলাইকুম। আমরা বন্দের বাড়ির মধ্যে বাড়িঘর বানছি। ৭বছর ধইরা বাশঁ দিয়া লাইন আইন্না বিদ্যুৎ জ্বালাইতা পারতাছি। একটু ঝড়-তুফান আসলে আমাদের মনের মধ্যে ভয় আসে আমাদের পাল্লাগুলো পইরা গিয়া কেউ কারেন্টে লাগেনি। গত কয়েকদিন আগে আমার একটা বাসুর(স্বামীর বড় ভাই) কারেন্টে লাইগা মারা যাওয়ার অবস্থার মধ্যে আমরা বাড়ি-ঘরের সকলে সতর্ক তাহনে তাইনেরে আমরা বাচাইয়া তুলছি। তারপর আমরা সবাই মিল্লা প্রত্যেকে ১০হাজার টাকা করে দিয়া খুঁটি আনছি। খুঁটি আনার পর এখন আমাদেরকে কারেন্ট দেই না। এই কারনে আমরা এখন আতংক আশংকার মধ্যে বইসা লইছি। কারেনডা আমরা অতিতাড়াতাড়ি চাই। আমরা জনগণ বন্দের বাড়ির মধ্যে আমরা নিরাপত্তায় বাস করতাম চাই। যেহেতু আমডার খুঁটি বইসা রইছে কারেন্টের তার না আইলে তো কিভাবে আমরা লাইন টাইন্না নেব। যেহেতু বাশঁ দিয়া লাইন টাইনা নিছি এতে কতজন কারেন্টে লাগে ঠিক নাই। ছেলে-মেয়েরা ঘুড্ডি দৌড়াই, ঘুড্ডি কারেন্টে লাগে হেরা কুডা দিয়া খুলতচা, হেরা আতংক ভয়ে থাকে। আপনারার কাছে অনুরোধ আপনারা আমরার কারেন্টগুলো দিয়া দেন।”- সাংবাদিকদের দেখে অকপটে মনের কথাগুলো বলেন সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিম হাফিজটুলা বন্দের বাড়ির আব্দুল্লা মিয়ার স্ত্রী মোছাঃ রানু আক্তার। জানা যায়, বিদ্যূৎ খাতে সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় খুঁটি বসানোর কাজ চলছে গত কয়েক মাস ধরে। সরকারী বিধি অনুযায়ী ফ্রিতে খুঁটি বসানোর কাজ করার কথা থাকলেও বিভিন্ন এলাকায় খুঁটি প্রতি মোটা অংকের অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরোদ্ধে। সরজমিনে বিভিন্ন এলাকাঘুরে দেখা যায় বেশ কয়েকমাস ধরে খুটিঁ বসানো হলেও ক্যাবল সংযোগ না থাকায় বিদ্যূৎ এর সুবিধা পাচ্ছেন না এলাকাবাসী। সরাইল-পানিশ্বর সড়কে সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায় কয়েকমাস আগে বসানো খঁটির মধ্যে বেশ কয়েকটি খুঁটি জাফর খালে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এছাড়া একই এলাকার মীর পিয়ার আলীর বাড়ি সংলগ্ন ব্যস্ততম রাস্তার উপর একটি খুটিঁ দীর্ঘদিন ধরে হেলে পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। দীর্ঘ দিন ধরে উক্ত খুঁটিগুলোতে ক্যাবল সংযোগ না দেওয়ায় একে একে খুটিঁগুলো পাশের খালে হেলে পড়ে যাচ্ছে বলে এলাকাবাসীর ধারনা তবে হেলে পড়া খুটিঁগুলো পুনঃ না বসানোর কোনো উদ্যোগ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। এছাড়া বিভিন্ন এলাকায় মাসের পর মাস খুঁটি বেকার দাঁড়িয়ে থাকলেও ক্যাবল সংযোগ না থাকায় অসন্তোষ বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে। উপজেলার বিভিন্ন এলাকায় হেলে পড়া খুঁটি পুনঃবসানোসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বসানো খুঁটিতে দ্রুত ক্যাবল সংযোগ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন