আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সরাইল মহিলা কলেজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ , ১ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সরাইল মহিলা কলেজ। আজ সোমবার(০১জুলাই) সকালে সরাইল উপজেলা সদরের হাজী শানুমোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় একাদশ শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রীদের পাঠদান উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সরাইল মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ বদর উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল মহিলা কলেজের প্রভাষক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান বাবুল। সরাইল মহিলা কলেজের বিভিন্ন উদ্যোক্তা, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, সরাইল মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন