আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই: অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ২ জুলাই ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাাস্টের সদস্য সচিব এবং আশুগঞ্জ বঙ্গবন্ধু কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা আজ সারা বিশ্বে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। রবিবার আশুগঞ্জ বঙ্গবন্ধু কারিগরি বানিজ্যিক মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মহিউদ্দিন আহমেদ, প্রভাষক কোহিনুর বেগম, প্রভাষত মুনসুর আহমেদ, প্রভাষক মুনসুর আহমেদ, প্রভাষক হাফেজা খাতুন প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু আরো বলেন বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে শিক্ষার উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ, শিক্ষানীতি প্রণয়ন, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ,বেসরকারী শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল প্রদান বর্তমান সরকারের উল্লেখ্যযোগ্য পদক্ষেপ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্র ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন