২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

আদেশের ২ মাস পর সরাইলে ইউএনও’র যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

 

স্টাফ রিপোর্টারঃ

চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশের ২ মাস পর সরাইলে যোগদান করলেন নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। এর আগে তিনি বান্দরবন জেলার থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন। গত সোমবার অপরাহ্নে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। মাঝখানে সরাইল ও আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করেছেন। এ সময় অনেক ফাইলে স্বাক্ষর না হওয়ায় উপজেলার কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। অনেকেই বলছেন সরাইলে রাজনৈতিক বিশৃঙ্খলা ও অস্থিরতার ভয়ে বদলি ঠেকানোর চেষ্টা করেছিলেন ইউএনও। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, গত ১২ অক্টোবর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসাকে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় আর বান্দরবন জেলার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরাইল উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু কমিশনারের কার্যালয়ের আদেশের পরও সরাইলে এসে যোগদান করছিলেন না ইউএনও আরিফুল হক মৃদুল।
২০ দিন অপেক্ষার পর ৩ নভেম্বর সরাইলের সহকারি কমিশার (ভূমি) ফারজানা প্রিয়াংকাকে ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব দিয়ে কর্তৃপক্ষের নির্দেশিত উপজেলায় চলে যান এএসএম মোসা। সরাইলের ভারপ্রাপ্ত ইউএনও স্বাক্ষর না দেওয়ায় শুধু পিআইও অফিসের ১২৮ টি প্রকল্পের কাজ আটকে যায়। এলজিইডি অফিসের ৩ জন ঠিকাদারের ৩৩ লাখ টাকার বিলে স্বাক্ষর না করায় জটিলতা বেড়ে যায়। স্বাক্ষরের সমস্যায় পরের মাসের নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত পায়নি উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারিরা। এমনকি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ২৫ হাজার টাকার বিল ভাউচারে স্বাক্ষর না হওয়ায় হতাশ হয়ে পড়েন সংশ্লিষ্টরা। গত শনিবার ১২ ডিসেম্বর ফারজানা প্রিয়াংকাও চলে যান প্রশিক্ষণে। দ্বিতীয় দফা ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব দিয়ে যান আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসকে। আবার গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার ফিরোজা পারভীন। ২ মাসে সরাইলে ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করলেন ৩ জন। অবশেষে ২ মাস ১ দিন পর গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার অপরাহ্নে সরাইলে যোগদান করেছেন নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। সদ্য যোগদানকৃত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, আসলে প্রশাসনিক কারণে সরাইলে যোগদান করতে বিলম্ব হয়েছে। আমি যে ষ্টেশনে ছিলাম সেখানে আমার স্থলে যিনি পোস্টিং পেয়েছিলেন উনার আসতে বিলম্ব হয়েছে। গত ১৩ ডিসেম্বর তিনি যোগদান করেছেন আর আমি ১৪ ডিসেম্বর সরাইলে এসে যোগদান করেছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন