৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আগামী ১০০ বছরে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে নাঃ ব্যারিষ্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

আগামী ১০০ বছরে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে নাঃ ব্যারিষ্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। মানুষের অবস্থা খুবই খারাপ, এখন মানুষ জেগে উঠেছে। উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের ভোটে যখন বিএনপি ক্ষমতায় আসবে, প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে।
শনিবার (০৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের গরু বাজার মাঠে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির এমন একটি কর্মী নেই, যার নামে মামলা হয়নি।


আমি সহ সবার নামে মামলা। কয়েক মাসে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছেন। আমাদের মহাসচিবকে দিনে গ্রেপ্তার করতে ভয় পান। রাতের বেলা অন্ধকারে গ্রেপ্তার করেছেন। মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছে, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ব্রয়লার মুরগি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আপনারা লুটেরার দল, আপনারা কি বুঝবেন মানুষের কষ্ট। এসময় তিনি বলেন,আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, এ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর, উপজেলা জাসাস নেতা সৈয়দ জাকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যক্তিগত গাড়িযোগে ঢাকা যাওয়ার পথে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের উচালিয়াপাড়া মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন