আগামীকাল ১ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
আগামীকাল ১ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
আগামীকাল ১ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর আব্বাছ উদ্দিন খান ডিগ্রি কলেজ মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই সবধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে সূত্র জানান।
এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কুর তপু যৌথ বিবৃতির মাধ্যমে সরাইল উপজেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠন এবং সকল ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ লোকজন নিয়ে আগামীকাল দুপুর ১ ঘটিকার মধ্যে আশুগঞ্জ উপজেলাধীন দূর্গাপুর বাসস্ট্যান্ড হাই-ওয়ে রোডে পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক মেম্বারের প্রভাতি রাইসমিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। একই সাথে দূর্গাপুর মোবারক মেম্বারের প্রভাতি রাইসমিল হতে সকলে একএিত হয়ে সরাইল উপজেলা বিএনপির নেতৃত্বে মিছিল সহকারে সম্মেলনে উপস্থিত থাকার ব্যপারে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন