আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ২৬ জুন ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
সরাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠের ব্যানারে সরাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার(২৩জুন) বিকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী, যুবলীগ নেতা শেকুল পারভেজ, মাযেদুল হক সবুজ, মোঃ সোহেল মিয়া ও খাজা মাঞ্জুর মাহমুদ তুহিনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত র্যালিতে অংশ গ্রহন করেন। র্যালি ও আলোচনা সভায় সরাইল উপজেলা যুবলীগ সার্বিক সহযোগিতায় ছিলেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন