অরুয়াইল কলেজ মাঠে কলার ছড়ি প্রতীকের নির্বাচনী সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
অরুয়াইল কলেজ মাঠে কলার ছড়ি প্রতীকের নির্বাচনী সমাবেশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনকে সামনে রেখে সাবেক ৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার কলার ছড়ি প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠী কর্তৃক আয়োজিত নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব।
অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আহমেদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান আনসারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নান রতন, সাবেক এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামসহ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, সরাইল ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সরাইল উপজেলার অরুয়াইল, পাকশিমুল ও চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।
১ ফেব্রুয়ারীর উপনির্বাচনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ।
আপনার মন্তব্য লিখুন