অরুয়াইল ইউপি চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নজরুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ , ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম জলিল অরুয়াইল ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষনা দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্পোরাল ও ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার আস্থাভাজন বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম জলিল অরুয়াইল ইউপি চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যেই সরাইল উপজেলা বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট দৌড়ঝাঁপ শুরু করেছেন। সেই সাথে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সাথে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান ও সাবেক সফল চেয়ারম্যান আব্দুল খালেকের বড় জামাতা মোহাম্মদ নজরুল ইসলাম জলিল নিজ এলাকার জনগণের পাশে থেকে সেবামূলক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার সাধারণ মানুষের ভালবাসায় তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
আপনার মন্তব্য লিখুন