৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

অগ্রণী ব্যাংক সরাইল শাখার প্রিন্সিপাল অফিসার আবেদুর রহমানের বিদায় সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

অগ্রণী ব্যাংক সরাইল শাখার প্রিন্সিপাল অফিসার আবেদুর রহমানের বিদায় সংবর্ধনা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

অগ্রণী ব্যাংক পিএলসি সরাইল উপজেলা শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবেদুর রহমানকে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান কার্যালয়ে বদলিজনিত কারনে বুধবার (৮ অক্টোবর) বাদ মাগরিব অগ্রণী ব্যাংক সরাইল শাখা কার্যালয়ে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিদায়ী ব্যবস্থাপক মোহাম্মদ আবেদুর রহমানকে ব্যাংকের গ্রাহক ও তাঁর বন্ধু মহলের পক্ষ থেকেও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে উক্ত শাখায় নবাগত প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক নাছির উদ্দিন মো: সোহেলকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
অগ্রণী ব্যাংক সরাইল শাখার সিনিয়র অফিসার মো. বাবুল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শাহ মোহাম্মদ বিল্লাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি মহাব্যবস্থাপক ও ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান ছাখীউর রহমান খান, সহকারি মহাব্যবস্থাপক ও জগতবাজার শাখা প্রধান কালিপদ দেবনাথ, সহকারি মহাব্যবস্থাপক ও আশুগঞ্জ শাখা প্রধান খোকন চন্দ্র কর্মকার, সহকারি মহাব্যবস্থাপক ও টি এ রোড শাখা প্রধান মো. শামীম সিরাজ, সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক মমিন হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে আঞ্চলাধীন শাখা ব্যবস্থাপক ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন