১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলে ডা. দীপু মনি, ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ স্মারকগ্রন্থ উন্মোচন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ  আবু হামেদ স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি। অধ্যাপক ড. শাহজাহান ঠাকুরের সভাপতিত্বে ও  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি,  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ভাষা সংগ্রামী আধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা.দীপু মনি বলেন, অধ্যক্ষ আবু হামেদের মত মানুষেরা নিজের স্বীকৃতির জন্য কোনো কিছু করেননি, তারাঁ দেশের জন্য, দেশের মানুষের জন্য সবকিছু করেন। তিনি দেশ ও দেশের মানুষের জন্য যা করেছেন সেই অনুযায়ী তিনি এলাকায় স্বীকৃতি পেলেও জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। তবে আমি মনে করি এমন গুণী ব্যক্তি জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। এই ধরনের একটি চমৎকার অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ এর পরিবার বর্গের সাথে ডা. দীপু মনি ফটোসেশন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন