১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ , ২৬ মে ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

18664226_1726887474276515_4961233356467414276_n18620359_1726887514276511_3725223697289829010_n

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে ২৫মে বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এম এ আউয়াল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহাসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সেক্রেটারী মিসেস বিলকিস জামান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্টের মহাসচিব ও স্বাশিপ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সমাবেশে আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, মোঃ আবদুল খালেক, মোঃ আবদুল মজিদ, মোঃ শামসুল হুদা প্রমাণিক, আলহাজ্ব মোঃ ছফিউল্যা খান, মিসেস হাসিনা পারভীন, বাবু সুনীল চন্দ্র পাল, মোঃ আলহাজ্ব এস,এস, আবু বকর, মোঃ শাহে আলম, মোঃ জহীর উদ্দিন বাবর,মোঃ মফিজ উদ্দিন,অধ্যাপক মোঃ ফজলুল হক খান, মোঃ শফিকুল আলম, অধ্যাপক বিপ্লব কুমার সেন, মোঃ মোজাম্মেল হক, অধ্যক্ষ মোঃ আবু তাহের, মোঃ আবদুল হামিদ, মোঃ মামুন-আর-রশিদ, মোঃ সাহিদুল ইসলাম, এ,কে,এম,বজলুর রশিদ, মিসেস পারভীন জামান, মিসেস শাহীদা বেগম, এস,এম, শহীদুল ইসলাম তালুকদার, এস,এম, সাইফুল ইসলাম, মিসেস শাফিয়া খাতুন, এ,কে, এম, সিরাজুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল খোশনবীশ, নওশের আলম, বাবু ব্রজেন্দ্রনাথ সরকার, মিসেস বেগম তাজকিরা, মোঃ আবদুর রাজ্জাক তালুকদার, মোঃ ইদ্রিস আলী, মিসেস জেব-উন-নেসা, মিসেস রওশন আরা, মোঃ শহীদুল ইসলাম তালুকদার, মোঃ আহম্মদ আলী, মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ আতিকুর রহমান, মোঃ মোজাহেরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। বক্তাগণ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও আন্তর্জাতিক মানের শিক্ষা, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী উৎসব ভাতা, পেনশন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা, পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান ও টাইম স্কেল প্রাপ্তির পর বি,এড, ডিগ্রী গ্রহণকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদান, বেসরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল ও সরকারি কলেজের ন্যায় সহযোগী অধ্যাপক পদ চালুকরণ। দাবির মধ্যে আরও রয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতি বছর জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও শিক্ষক-কর্মচারীগণ অবসর গ্রহণের পর তিন মাসের মধ্যে যাতে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা পান তার ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সমাবেশে সারাদেশের শিক্ষকদের ন্যায় সরাইল উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। সমাবেশে ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে  ৫ই জুন থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক, বৃদ্ধিজীবী ও সমাজকর্মী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও মতবিনিময়। ৮ই জুন সারাদেশে জেলা সদরে সকাল ১১টায় একঘণ্টা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। ১৫ই জুন সারাদেশে জেলা সদরে সকাল ১১টায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায় না হলে রমজানের পর কঠোর কর্মসূচী ঘোষনার হুঁশিয়ারী দেন বাংলাদেশ শিক্ষক সমিতির(কামরুজ্জামান) সভাপতি এম এ আউয়াল সিদ্দিকী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন