হাইওয়ে পুলিশের অভিযানে ৩৩কেজি গাঁজাসহ সিএন৷জি আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ১৩ জুন ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
হাইওয়ে পুলিশের অভিযানে ৩৩কেজি গাঁজাসহ সিএন৷জি আটক
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোরঃ
ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থান থেকে ৩৩ কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিক্সা আটক করেছেন খাটিহাতা হাইওয়ে পুলিশ। আজ সোমবার (১৩ জুন) দুপুর ১ টা ১০ বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধারসহ রিয়া পরিবহন নামে একটি সিএনজি আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সিলেট রিজিয়নের খাটিহাতা হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে আশুগঞ্জ টু বিবাড়ীয়াগামী নির্মাণাধীন মহাসড়কের উপর চেক পোস্ট করাকালীন অজ্ঞাতনামা সিএনজি ড্রাইভার মাদক ব্যবসায়ীরা দূর থেকে পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় এসআই মনির হোসেন স্থানীয় লোকজনের উপস্থিতিতে একটি সিএনজি অটোরিক্সা ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
এ ব্যপারে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, আমাদের দিবাকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধারসহ একটি সিএনজি অটোরিক্সা আটক করেছেন। ড্রাইভার ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন