সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(২৬জানুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও একই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের ৬বারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, বিশিষ্ট সমাজ সেবক রহমত হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোঃ মাহফুজ মিয়া, এস এম ফরিদ, কাজী আমিনুল ইসলাম শেলভী, শিক্ষক প্রতিনিধি সৈয়দা ফারজানা খানম, ব্যবস্থাপনা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান খন্দকার প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন যথাক্রমে মাওলানা এ জেড এম সাইদুর রহমান ও মাওলানা কাজী আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নাজিবা তাসমিয়া। হামদ ও নাত পরিবেশন করেন যথাক্রমে বিদ্যালয়ের ছাত্রী মানছুরা আক্তার ও আফসানা আক্তার জ্যোতি। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন