সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী কুলসুম আক্তার ঋতু রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ , ১০ অক্টোবর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ডাক্তার লিয়াকত আলী ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত রওশন আরার মেয়ে, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমানে নাসিরনগর গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: নূরুল আমিনের শ্যালিকা কুলসুম আক্তার ঋতু সম্প্রতি অনুষ্ঠিত এমবিবিএস কোর্সে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। কুলসুম আক্তার ঋতু ২০১৩সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে। ২০১৬ সালে একই বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষা ও ২০১৮সালে নরসিংদী আব্দুল কাদের মোল্লাহ কলেজ থেকে জিপিএ ৫পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস ডিগ্রী অর্জনের সুযোগ করে দেওয়ায় পরিবারের পক্ষ থেকে শুকরিয়া আদায় করে কুলসুম আক্তার ঋতুর জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন