২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

FB_IMG_1580492188655FB_IMG_1580492185223

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ শুক্রবার(৩১জানুয়ারী) সন্ধায় উপজেলার প্রধান প্রধান সড়কে আগামী ৭ফেব্রুয়ারী সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পূর্ব ঘোষিত তারিখকে স্বাগত জানিয়ে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলকারীরা অন্নদা স্কুল মোড়ে পথ সভা করে। সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী উক্ত পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব ঘোষিত ৭ফেব্রুয়ারী সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারন করায় তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি আরও বলেন দীর্ঘ দিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করায় নেতা-কর্মীরা উৎফুল্ল। কিন্তু নিয়ম অনুযায়ী ৯০দিনের জন্য গঠিত সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার কথা থাকলেও বছরের পর বছর পার হলেও উক্ত সম্মেলন করতে পারেন নি। তৃন মূলের নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিত জেলা আওয়ামী লীগ যখন আগামী ৭ফেব্রুয়ারী সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করেছেন তখনই একটি কুচক্রী মহল পূর্ব ঘোষিত ৭ফেব্রুয়ারী তারিখে যেন সম্মেলন অনুষ্ঠিত না হয় এতে নানা কুট কৌশল করছে। জেলা আওয়ামী লীগ কর্তৃক পূর্ব ঘোষিত ৭ফেব্রুয়ারী তারিখেই সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা স্লোগানের মাধ্যমে এই বক্তব্যকে স্বাগত জানান। সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার, জেলা পরিষদের সদস্য ও ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পায়েল হোসেন মৃধা, ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম রনি, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক হোসেন মিয়া, সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন, জসিম মিয়াসহ অন্যান্য নেতা-কর্মীরা উক্ত মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন