সরাইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন নতুন ভবন উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ , ২৩ এপ্রিল ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠানের কথা থাকলেও বৃষ্টি জনিত কারনে একই দিন বিকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এমএসসি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মো: হেলাল উদ্দিন, আমিনুল হক সেন্টু, তাজএমা: ইয়াছিন, শাহজাহান আলম সাজুসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও জাতীয়পার্টির নেতা-কর্মীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সরাইল উপজেলা প্রাণী সম্পদ নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
আপনার মন্তব্য লিখুন