বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার(১৯জানুয়ারী) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
সরাইল উপজেলা বিএনপির সদস্য আবু তাহের, দুলাল মাহমুদ আলী, মোঃ ফারুক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজল মিয়া, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদ প্রার্থী মেহেদী হাসান পলাশ, ছাত্রদল নেতা জামাল হোসেন লস্কর ও মীর ওয়ালিদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন