ইমু মেসেঞ্জারে প্রতারনার ফাঁদ!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
অভিনব কায়দায় ইমু মেসেঞ্জারে চলছে প্রতারনার ফাদঁ। একটি বিশেষ চক্র এ প্রতারনায় জড়িত হয়ে বিভিন্ন কায়দায় টাকা লুট করার প্রতারনা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মালয়শিয়া প্রবাসী সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বাচ্ছু মিয়া সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে একটি প্রতারক চক্র ইমুতে মেসেজ পাঠিয়ে ফের ইমুতে ফোন দিয়ে(মহিলা কন্ঠ) বলে আপনার ইমু মেসেঞ্জারে একটি মেসেজ গিয়েছে। মেসেজে একটি নম্বর আছে। মেসেজে যে নম্বরটি আছে সেটি পাঠানোর অনুরোধ করছি। সরল বিশ্বাসে সেই নম্বরটি পাঠালেই প্রেরকের ইমুর গোপন নম্বরসহ ইমুতে থাকা সকল তথ্য প্রতারক চক্রের হাতে চলে যায় এবং প্রতারকের পক্ষ থেকে তখন সেই ইমুতে যুক্ত সকল ফ্রেন্ড এর নিকট ১০হাজার/২০হাজার টাকা প্রেরণ করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠানো হয়। আর সেই ইমুর ফ্রেন্ড লিস্টের যে কেউ প্রতারক চক্রের অনুরোধে সাড়া দিয়ে টাকা পাঠালেই তা চলে যায় প্রতারক চক্রের হাতে। এমন ঘটনার শিকার অনেক প্রবাসী হয়েছেন বলে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন